বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০০৮

লেখাপড়া -- বাংলা শিক্ষার প্রাথমিক বই৤ দ্বিতীয় খণ্ড


পাঁচ খণ্ডে সম্পূর্ণ
 

লেখাপড়া-- বাংলা শিক্ষার প্রাথমিক বই৤ দ্বিতীয় খণ্ড‎‎

সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড ‎করে নিতে হবে৤


 বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নিচের এই লিংকে ক্লিক করে৤ 


উন্নত বাংলা ফন্ট-- অহনলিপি-বাংলা১৪
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip



যুক্তবর্ণ সরল গঠনের৤ ‎
বুঝতে লিখতে পড়তে সহজ৤ ‎



সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং




অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং (AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools 
              Options contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                             --OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            --OK
      --OK

          এবার ইন্টারনেট খুললে অহনলিপি-বাংলা১৪ ফন্টে সকলকিছু দেখা যাবে এবং সকল কিছু লেখাও যাবে৤

===========================

( পাঁচ খণ্ডের এই বইটিতে কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তা গ্রহণ করা হয়েছে৤ যেসকল ছবি ইন্টারনেট থেকে গ্রহণ করা হয়েছে সেগুলির কোনওটি সম্পর্কে কারও অনুমতি প্রদানে আপত্তি থাকলে সে ছবি বর্জন করা হবে৤)



manojkumardgirish@yahoo.com  ]







লেখাপড়া
  (২)


বাংলা শিক্ষার প্রাথমিক বই

  

  সূচনা খণ্ড
(দ্বিতীয় খণ্ড)



মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা


লেখাপড়া
সূচনা খণ্ড
(দ্বিতীয় খণ্ড)


ভূমিকা
এর আগে শিশুরা আঁচড় খণ্ড(প্রথম খণ্ড) শেষ করেছে৤
বাংলা শেখা যদি সহজ হয়, তবে আমার চেষ্টা সার্থক হবে৤ গ্রন্থ প্রস্তুতিতে কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তা নেওয়া হয়েছে৤
সব রকম পরামর্শ পাঠাতে বিনীত অনুরোধ জানাই৤


বিনয়াবনত,

মনোজকুমার দ. গিরিশ
মোঃ ৯০৫১ ৫৩০৮ ১৬


(কৃতজ্ঞতা- ডঃ সমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)



বাংলা শিক্ষার প্রাথমিক বই

সূচনা খণ্ড
(দ্বিতীয় খণ্ড)





লেখাপড়া


৥লেখাপড়া-১৫ পনেরো৥

লেখাপড়া
দ্বিতীয় অধ্যায়

শব্দ গঠন


স্বরান্ত শব্দ যেমন--  এই    কই    বউ    কত     ঘন    লহ, অর্থাৎ শব্দের শেষে অথবা যেকোনও স্বরবর্ণের উচ্চারণ হবে৤ এবং ব্যঞ্জনান্ত/হলন্ত শব্দ হল আম   ইট     ঝড়    ফল, ইত্যাদি৤ 

এদের মধ্যে স্বরান্ত শব্দ প্রথমে শেখা হয়েছে, 

এবারে ব্যঞ্জনান্ত তথা হলন্ত শব্দ শেখা হবে৤




ব্যঞ্জনান্ত শব্দ
হস্ অন্তক তথা ব্যঞ্জনান্ত/হলন্ত উচ্চারণ হবে৤
অর্থাৎ শব্দের শেষে অ-এর মতো উচ্চারণ হবে না
যেমন- আম উচ্চারণ হবে=আম্, __ ইট উচ্চারণ হবে=ইট্

প্রথম পাঠ

    
আম 



ইট     ঈষ  


উট


















উল     ঋণ     এর     ওর

 
এই আম৤     

 



ওই উট৤  





ওর বই৤      ইট কই৤ 



কম     খড়     
 









গম    


ঘর

















 







চট     ছক     জল     

         ঝড়



টক      ঠগ     ডর     ঢল 

তট     





থর     দল     ধড়




৥লেখাপড়া-১৬ ষোলো৥

লেখাপড়া

দ্বিতীয় অধ্যায়

শব্দ গঠন

ব্যঞ্জনান্ত শব্দ
হস্ অন্তক তথা ব্যঞ্জনান্ত/হলন্ত উচ্চারণ হবে৤
অর্থাৎ শব্দের শেষে অ-এর মতো উচ্চারণ হবে না
যেমন- নল উচ্চারণ হবে=নল্, __ পথ উচ্চারণ হবে=পথ্


নল  

     পথ     

 

 
       ফল    



বক

























ভয়     মন     যশ  

   
          রস








লয়     শম     সর     হয়



 উট দল৤     



এই পথ৤    

এই গম৤     ঋণ কম৤




টক আম৤    











ভয় হয়৤




অনুশীলনী -৩

একটি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো:--

- ম       খ -     ঈ -      ঋ -

ও -     - য়      - ক       ড -

ঢ-      - থ     র -        ম -








৥লেখাপড়া-১৭ সতেরো৥

শব্দ গঠন

ব্যঞ্জনান্ত শব্দ
হস্ অন্তক তথা ব্যঞ্জনান্ত/হলন্ত উচ্চারণ হবে৤
অর্থাৎ শব্দের শেষে অ-এর মতো উচ্চারণ হবে না

অভয়     আইন         

           
              ঈগল 






উদর     ঊষর     


ঋষভ


    একক     ওজন     


            ঔষধ 




কলম     



খবর     গরম     ঘনক     


       চরণ









জগৎ     ঝলক     


টগর     



ডহর     তখন

দরদ     ধবল     


নগর    




পটল   


  
       ফসল




 
বরফ     



ভবন     মলম     যখন     রকম

লবণ     

শহর     





সময়     হজম

 
আইন ভবন৤     বরফ ধবল৤



ফসল ওজন৤ 



 গরম শহর৤



যখন তখন ঝড়জল হয়৤    
     

খরখর    গনগন    ঘসঘস    

চটপট    চনমন    ছলছল    



           ঝলমল    
    
           


টগবগ    ঠনঠন    ঢকঢক




৥লেখাপড়া-১৮ আঠেরো৥

শব্দ গঠন

ব্যঞ্জনান্ত শব্দ
হস্ অন্তক তথা ব্যঞ্জনান্ত/হলন্ত উচ্চারণ হবে৤
অর্থাৎ শব্দের শেষে অ-এর মতো উচ্চারণ হবে না

তৎপর    থরথর  


দমকল  



ফড়ফড়    বৎসর  ভনভন    

লকলক    শনশন    ষটপদ    হনহন

 

   দমকল তৎপর৤ 




      নগর ঝলমল৤


তখন গরম গনগন৤




অনুশীলনী -৪

একটি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো --

আ - ন      ক - ম      ঊ - র

দর -    এ - ক     - বর

ন - র     ফ - ল    পট -

- কম     ত - পর               








৥লেখাপড়া-১৯ উনিশ৥

শব্দ গঠন

ব্যঞ্জনান্ত শব্দ
হস্ অন্তক তথা ব্যঞ্জনান্ত/হলন্ত উচ্চারণ হবে৤
অর্থাৎ শব্দের শেষে অ-এর মতো উচ্চারণ হবে না
তবে শব্দের মাঝে অ-এর মতো উচ্চারণ হলেও হতে পারে

তৃতীয় পাঠ

একবচন   ঘরবসত   বদহজম    লটবহর   

সরগরম   কনকময়   কমলদল    গগনপট   

গমনপথ   চরণতল  চরমফল     তপনকর 

  
       নয়নজল      








পললময় 



অমলধবল    অশনবসন     

কমলনয়ন  



    গজরগজর   চরণকমল    



ঝমরঝমর     



















নড়নচড়ন     দহরমমহরম

 

ঊষর  গগন৤    ধবল  ঋষভ৤ 


    
কমলনয়ন  ছলছল৤ 





ঝমরঝমর চরণকমল৤  



গগনপট  অমলধবল৤



ঔষধ  করণ৤   বদহজম  উপশম৤







অনুশীলনী -৫

১)শব্দ বসিয়ে শূন্য স্থান পূর্ণ করো

----- ছলছল৤     ঝমরঝমর ----৤     ধবল -----৤

২) দুটি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো

চরম - - ৤     কমল - - ৤     - - হজম৤       








৥লেখাপড়া-২০ কুড়ি/বিশ৥

তৃতীয় অধ্যায়
স্বরান্ত ও ব্যঞ্জনান্ত/হলন্ত দুই প্রকার শব্দ জুড়ে বাক্য গঠন,
এবং নানা মিশ্র শব্দ ও বাক্য গঠন৤

শব্দ ও বাক্য গঠন

অসময়     আগমন     উপশম     

কলরব     জনগণ     ধনবল     


        নহবত 


পরমত

মহরত     রসময়    



     শতদল















সমতল

                                            


অসমতল    ইহহগৎ    উপকরণ  
  

      করকমল




খরদশন    জড়জগৎ    

জড়ভরত    দশতলক





ধনহরণ     সহমরণ     

নবজলধর



পরধনহরণ      নবজলধরপটল



অত কম৤    ঘন রস৤ 
   

      কত ফল৤





নব দল৤    কত জল৤    বক হত৤

আগত ঋষভ৤    



ঈগল আহত৤    




সতত ধবল৤ জনগণ অবগত৤    




   শতশত শতদল৤    





অহরহ কলরব৤



অসময় আগমন৤    সমতল পথ৤    



      রসময় ফল৤














৥লেখাপড়া-২১ একুশ৥

তৃতীয় অধ্যায়
স্বরান্ত ও ব্যঞ্জনান্ত/হলন্ত দুই প্রকার শব্দ জুড়ে বাক্য গঠন,
এবং নানা মিশ্র শব্দ গঠন৤

শব্দ ও বাক্য গঠন

গগনপর  নবজলধর৤    ধবল  করকমল৤ 



ঋষভ  খরদশন৤    




ঊষর  জড়জগৎ৤  


ঔষধ  উপকরণ৤

 

অনবরত  বদহজম৤    সময়মত  উপশম৤ 

আসর  সরগরম৤

 
ওই অমলধবল বরফ৤ 



  
      সব বই৤    






    কলম কই৤












 কত ফল আর জল৤





অনুশীলনী -৬

শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো __

ঈগল -----৤     ----- অবগত৤     অত -----৤

শতশত -----৤      -----সরগরম৤

----- ফল   ----- জল৤







৥লেখাপড়া-২২ বাইশ৥

চতুর্থ অধ্যায়

প্রথম পাঠ


স্বরবর্ণের চিহ্ন

স্বরবর্ণচিহ্ন--স্বরচিহ্ন/কারচিহ্ন


এগারোটি(১১টি) স্ববর্ণের দশটি চিহ্ন৤ একটির চিহ্ন নেই

 

অ (এর কোনও চিহ্ন নেই)

আ ‍া

ই ‍ি

ঈ‍ ‌‍ী

উ ‍ু

ঊ ‍ূ

ঋ ‍ৃ

এ ‍ে

ঐ ‍ৈ

ও ‍ো

ঔ ‍ৌ
















‍া

‍‌‍‌‍ি

‍‍‌‍ী

‍‍‌‍ু

‌‍‍ূ

‌‍‍ৃ

‌‍‍ে

‌‍‍ৈ

‌‍‍ো

‍‍‌‍ৌ



স্বরবর্ণের চিহ্ন(তথা স্বচিহ্নের বা -কারচিহ্নের) প্রয়োগ

অ-কার (অ-কার এর কোনও চিহ্ন নেই)

খবর    ঘর    জল    দমকল    পথ    

ফসল



















ফল    বক    ভয়    মলম    লবণ  

  

          শহর



৥লেখাপড়া-২৩ তেইশ৥

চতুর্থ অধ্যায়
দ্বিতীয় পাঠ

স্ববর্ণের চিহ্ন
স্বরবর্ণের চিহ্ন(তথা স্বচিহ্নের বা -কারচিহ্নের) প্রয়োগ


অ-কার [ ‍    ]
(অ-কার এর কোনও চিহ্ন নেই)

কত ঘন দই৤   




এই যত বই৤

গগনপট সতত অবনত৤    



নব সই আগত ওই৤




অত ঘন দই আর আম, ইস্ খই আর 

ফলও৤   




জল কই? 

আম বড় টক, লবণ কই? 








উফ্ বড় গরম৤  





বড় ঝড় হল৤  

খড়ম পর৤  চট পট এস, 

নটবর চল ঘর৤ 



আদর কর৤ 

















খবর বল৤   আজ এমন গগন৤   


  গহন বন৤ 
  



আসল বন নয়, নকল সব? 

এই সব বলছ? 




দল বদল কর৤   এখন শপথ লও৤




কত বড় শহর, কত সদন, 



বড় বড় সড়ক,  বড় ভবন৤   


সরল হও, কপট নয়৤ 




হরফ পড়৤  



   বই পড়৤  





কলম ধর৤ 

বড় হও৤   



শপথ যত বড়, তত বড় হও৤






স্বরচিহ্ন সংযোগ

 

অ  আ  ই  ঈ  উ  ঊ  ঋ  এ   ঐ   ও   ঔ

‍     া  ‌‍‌‍ি‌‍‌‍ ী  ‌‍‌‍ু   ‌‍‌‍ূ ‌  ‍‌‍ৃ  ে  ‌‍‌ৈ ‌‍‌‍ো ‌‍‌‍ৌ















‍া

‍‌‍‌‍ি

‍‍‌‍ী

‍‍‌‍ু

‌‍‍ূ

‌‍‍ৃ

‌‍‍ে

‌‍‍ৈ

‌‍‍ো

‍‍‌‍ৌ




ক  কা  কি  কী  কু  কূ  কৃ  কে  কৈ   কো  কৌ

খ  খা  খি  খী  খু  খূ  খৃ  খে  খৈ  খো  খৌ

গ  গা  গি  গী  গু  গূ  গৃ  গে  গৈ  গো  গৌ

ঘ  ঘা  ঘি  ঘী  ঘু  ঘূ  ঘৃ  ঘে  ঘৈ  ঘো  ঘৌ


এই ভাবে অন্য প্রায় সব ব্যঞ্জন বর্ণেই স্বরচিহ্ন যোগ হয়৤





আ-কার[ ‍া ]

কাক  গান  ঘাস  চাল  ঝাল  ডাল  কণা  দাম



               ধান  







          

         পাট 














       বাঘ  


 



 



           ভাত  








মাছ













      ডাল












যান  রাত  লাভ

শাক  ষাট  



       সাপ



হাত     গড়া  



        ঘড়া



  
চড়া     ছড়া




৥লেখাপড়া-২৪ চব্বিশ৥

স্বরচিহ্ন সংযোগ

আ-কার [ ‍া ]


খাতা  খাড়া  



ছাতা








ছায়া  জামা  টাকা  ঠাসা

ঢাকা  তালা  থালা 


        নাচা




  




পাড়া     পায়া   

ফাটা  ভাঙা  মায়া





কাপড়  চাতক  ঝালর  ডাগর  পাঠক  পাতন

পাথর  বাদল  বাসক  বাসন  


     মাদল







 সাহস     সহসা     

খাজনা  


       বাজনা 
 








 আকাশ  খাবার  

ঢালাই  নাকাল  বাতাস  


      লাটাই








ভাঙা ছাতা৤ 


পাট চাষ হল৤





 চা চাষ হয়৤






ধান গম কত ফসল৤ 



জামা গায় দাও৤ ডাল ভাত ঢাকা৤ 

মাছ ভাত কই?



   এবার বই চাই৤


বই পড়া





আমার মা














































































































 আমার বাবা মা ভাল,






সবার বাবা মা-ই ভাল৤ 






দাদা কই?  



ছায়া ঢাকা পথ৤  



গাছ ছাওয়া পাড়া৤















আহা, সবার এমন হয় না?  






সকাল হল, খাবার দাও৤ তারপর পড়ব৤ 

কাকা আর মামা ফল খায়৤ 



আমার ভাত কই? থালা ভরা ওই৤







৥লেখাপড়া-২৫ পঁচিশ৥


ই-কার [ ‍ি ]

ঘি  কিল  খিল  


        চিল  




ঠিক  ডিম  ঢিল

তিল  দিন  দধি  


       পিঠা 






ফিতা  ভিজা 

রিঠা  মাড়ি  


      গিরি



 
ছিপি  মিশি  যিনি 



লিপি  




শিশি  সিকি





 

আঙিনা   গণিত   নিকট   


বিকাল   মিঠাই   হিসাব  



গায়িকা






জিনিস   ঝিলিক   টিকিট 

অতিথি   হিজিবিজি





ভিজা  ফিতা৤  রবির  কিরণ৤  বিকাল  হল৤

টিকট  নাও৤  পিঠা  খাও৤  


গায়িকা  গান  গায়৤




আমার  নিকট  মিঠাই  নাই৤  

ডিম  আর  ঘি  কই?

শিশির  ছিপি  চাই৤  


হরিণ  পালায়৤





ঈ-কার [ ‍ী ]

কীট   টীকা   বাণী   দীপ   ধীর

পীত   বীর   লীন   


          শীত   
 



জীবন      গভীর     গীতি     নীতি   

ভীতি       রীতি


 

মনীষী  বাণী৤  নদীর  তীর৤  ভীষণ  শীত৤

সীমা  লীন৤  ধীর  গতি৤  


নীল  আকাশ৤ 








ি ী  নিয়ে বিশেষ পাঠ  



ি ি

তিমির  দিঘি  নিবিড়  বাঘিনি  ভিখিরি  শিশি  

 হাজিরি  হিজিবিজি 



ি ী

কারিনী  গামিনী  তমালিনী  দায়িনী  ধারিনী  

 নাশিনী  পরিসীমা  পালিনী  বাসিনী  বাহিনী  

 বিভীতক ভাষিনী  মহিষী  শালিনী  শায়িনী




ী ি

জীবিত  দীপিত  নীতি  নীলিমা  পীড়িত  ভীতি 

 রীতি      



ী ী

জীবী  নীতীশ  রীতীশ  শরীরী  



ি  ী মেশানো  

গীতবিলাসী  জীবিনী  দীধিতি  দীপিকা   

নিপীড়িত  নিমীলিত  নিশীথিনী  পরিসীমিত 

 বিজিগীষা  বিভীষিকা  বিষাদিনী  শরীরিণী   

     






৥লেখাপড়া-২৬ ছাব্বিশ৥

উ-কার[ ‍ু ]

কুল  খুশি  গুড়  ঘুম  চুল  ছুটি  জুতা


            ঝুড়ি  





টুপি  ঠুলি  ডুব  ঢুলি  অণু  তুষ

দুধ  ধুতি  নুন  ফুল  ঘুঙুর  থুতু  



পুকুর



 

বুক  ভুল  মুখ  যুগ


রুটি  


লুচি  






শুশুক  



সুজি

ঝাড়ু  বায়ু  হুকুম


 

আজ  ছুটি৤  দুধ  ভাত  খাও৤  

রুটি  লুচি  সুজি  কই?




ধুতি  জামা  জুতা  কই?   





খুব  খুশিখুশি৤  মুখ হাসিহাসি৤  


ঘুঙুর  পায়  দাও৤   নাচ আর গান শুনি৤






-কার [ ‍‍ূ ] 

কূপ  গূঢ়  

      চূড়া  





দূর  ধূপ  ভূমি  মূঢ়  

যূথী রূপ  সূচি  হূন  শূকর  নূপুর



 
দূর  ভূমি৤  


নূপুর  পায়৤  








গভীর  কূপ৤

রূপকথা  শুনি৤  যূথী ফুল৤  

গূঢ়  কথা  শুনি৤




ঋ-কার [ ‍ৃ ]

       
কৃষি 






গৃহ  ঘৃত  তৃণ  মাতৃ  দৃঢ়  ধৃত  নৃপ


         পৃথিবী  





বৃহৎ  নিভৃত  অমৃত  


   শৃগাল  





সৃজন  হৃদয়





বৃহৎ  পৃথিবী৤  কৃষি  ভূমি৤  তৃণময়  পথ৤ 


   নিভৃত  গৃহ৤  




মাতৃ  ভাষা৤  সৃজন  করা৤ 



দৃঢ়  হৃদয়৤  ঘৃত  লও৤  বৃহৎ  গৃহ৤  

শৃগাল  ধৃত৤





৥লেখাপড়া-২৭ সাতাশ৥

এ-কার [ ‍‍ে ]

কেনা  ঘেরা  চেনা  জেতা  ঠেস  ঢের  তেল

দেশ  নেতা  পেশা  বেশ  রেখা  

      লেখা  






শেখা




সেবা   হেম  


      খেজুর  







           গেলাস  
 







 টেবিল  





ফেরত  ভেষজ  ছেলে  

মেঝে  থেকে  পেয়ে 



মেটে  শেষে  যেহেতু


 

লেখা  আর  পড়া  লেখাপড়া৤  



লেখাপড়া  হবে৤







ছেলেমেয়েরা  সকলে  সকালে  উঠবে৤  

হাত  মুখ  ধুয়ে  পড়তে  বসবে৤




বিকালে খেলবে৤ 



























































 তাতে রাতে বেশ ঘুম হবে৤




ঐ-কার [ ‍‍ৈ ]

জৈব  তৈরি  পৈঠা  কৈশিক  গৈরিক  

দৈনিক  ধৈবত  নৈতিক  বৈশাখ  ভৈরব  



          শৈশব  





সৈনিক     হৈচৈ


 

       শৈশব কাল৤ 





 পড়া তৈরি৤

বৈশাখ মাস৤ চারিদিক গৈরিক৤ 


শিশুদের খুব হৈচৈ৤





দৈনিক কাগজ পড়ি খবর শুনি৤ 


সৈনিক তৈরি আছে৤







৥লেখাপড়া-২৮ আটাশ৥

ও-কার [ ‍ো ]

              চোখ  





ছোট  

         ভোর  





যোগ  লোক  ষোল

খোলা  গোটা  ঘোলা  জোড়া  ঝোলা  টোপা



ঠোকা  ডোরা  ঢোকা  তোলা  থোকা  


ধোয়া 






নোনা  ফোলা  বোনা  


মোয়া 





রোগা  






শোয়া  







সোজা    পোড়ো    কোথায়  


দোকান














 পোষাক  হোটেল  আয়োজন

 

লোকজন  বেশি  নেই৤  

তোমরা  কোথায়  যাও? 

ধোয়া  পোষাক৤  দোকান  খোলা  আছে৤ 

যোগ  করা  শেখো৤







আমরা  সকল  ভালো  ছেলেমেয়ে৤
  কাটাব  না  কাল  হেসে  আর  গেয়ে৤
করে  ভালো  কাজ  হতাশা  নাশের
করব  ভালো  দেশের  ও  দশের৥





কুল



গোটা দুই টোপা কুল

দাওনা গো খাই৤


কুল কোথা? 

কিল কিছু দিতে পারি ভাই৤ 







ঔ-কার [ ‍ৌ ]

               ছৌ  




বৌ  দৌড়  পৌষ  ফৌজ  সৌধ  


      নৌকা  



 
চৌকি  কৌশল  গৌরব  যৌবন  

মৌখিক  লৌকিক  শৌচাগার

 

পৌষ  মাস৤  নৌকা  ভাসে৤  

ছৌ   নাচ৤ বিশাল সৌধ৤






৥লেখাপড়া-২৯ উনত্রিশ৥


ফৌজ  









পৌষ মাসে ফৌজ এসে

জটিল কৌশলে

চৌকি মাথে দিল লাফ

দিঘির অতলে৤

জলে ভিজে শীতে মরে

ভাবে ফৌজ মনে,

ভুল তার আছে কোথা

এমন কৌশলে? 





ছাতার কাপড়ে রোধে

বরষার জল, 



মাথায় কাঠের চৌকি

বিষম কৌশল

তবু কেন লাগে শীত

জলে দিলে লাফ?

ভেবে ভেবে তিন রাত

হয়ে গেল সাফ!









এমনি করেও লেখা যায়:--


গু =


রু =

রূ =



শু =




হু =


হৃ =




গু   রু   রূ   শু   হু  হৃ   =








৥লেখাপড়া-৩০ ত্রিশ৥


দ্বিতীয় পাঠ

স্বরবর্ণের চিহ্ন সহযোগে ‍ং ‍ঃ ‍ঁ ‌প্রয়োগ

অনুস্বর [ ‍ং ]

অংশ  মাংস  


     সিংহ  





ঠুংরি    বাংলা     বৃংহিত 

ভেংচি    নোংরা

 
সিংহ  মাংস  খায়৤  ঘর  যেন  নোংরা  না  হয়৤

খেলায়  অংশ  নাও৤  কাহাকেও  হিংসা  নয়৤

 
        বাংলা  আমাদের  সকলের  মাতৃভাষা৤








বিসর্গ [ ‍ঃ ] 

অধঃ   দুঃখ   অতঃপর   বাঃ   নিঃশেষ

বাঃ কী মজা! 


  আঃ কী আরাম!  আর দুঃখ নাই৤ 
 



ওঃ কী কঠিন! 
 



উঃ কী শীত!  



অতঃপর যাব কি?




চন্দ্রবিন্দু [ ‍ঁ ] 

গঁদ  কাঁচা  চিঁড়া  পুঁই  জুঁই  ঢেঁকি  

বঁইচি  বাঁট  ঠোঁট  খোঁপা  


ঢেঁকিতে  ধান  ভানা  হয়৤ 

দই চিঁড়া৤

পুঁইডাঁটা  খাও৤  কাঁচা  আম  নাও৤ 

পাখির  ঠোঁট  কঠিন৤



৥লেখাপড়া-৩১ একত্রিশ৥



বাংলা  আমাদের  ভাষা৤ 

আ মরি!  বাংলা ভাষা৤








  সোনার বাংলা

 


সংখ্যা

   ০      ১      ২      ৩       ৪      
 শূন্য   এক    দুই   তিন    চার  

  ৫     ৬      ৭      ৮     ৯
পাঁচ    ছয়   সাত   আট    নয়




১ দুই
খাব পুঁই

৩ চার
বার বার

৫ ছয়
আর নয়

৭ আট
মানছি ঘাট 

৯ দশ
ওরে বাস্!    







তৃতীয় পাঠ


তাল 
     






 

ঝাঁপতাল ফাঁকতাল, তাল কত কিছু,

কাজ আছে যত তার, তাল আছে পিছু৤

তাল ছাড়া এ জগতে কোনও কিছু নাই, 






শুধু তাল পড়ে বেছে ঠিক পিঠটাই 


              

নাম শুধু তাল তার, বড় তালকানা

সদাই করিছে তাক, মোর পিঠ খানা৤ 








৥লেখাপড়া-৩২ বত্রিশ৥

লেখাপড়া

চতুর্থ পাঠ


শব্দের খেলা

একটি শব্দের সঙ্গে বিভিন্ন স্বরবর্ণ-চিহ্ন যোগ করে অনেকগুলি করে শব্দ তৈরি হতে পারে৤ যেমন:--




নল

মত

চল





নালা

মতি

চলা
নালি

মতে

চালি
নিলা

মতো

 চলো
নীল

মাত

চা
নোলা

মাতা

চাল


মাতৃ

চালা


মিত

চালি


মিতা

চালু


মিতি

চিল


মিতে

চিলি


মৃত

চীর
কর

মেতে

চুল
করা

মোতি

চুলা
করি



চুলো
করে



চুলো
করো



চূড়া
কার



চোখ
কিরে



চৌকি
             
             
             






 
৥লেখাপড়া-৩৩ তেত্রিশ৥


লেখাপড়া

অনুশীলনী -৭

১) শব্দ তৈরি করো  

কা -,     - ন,     - ঙা,     দা -,     তা -,

ধা -,     - ট,     - ছ,     -ড়া,     - য়া






২) ই-কার ( ‍ি ) যোগ করে শব্দ তৈরি করো

‍‌‍  ি  কল,   ঠক,    ঢল,    তল,     শশ,    সক




৩) যথাক্রমে ঈ-কার( ‍ী), উ-কার( ‍ু), ঊ-কার( ‍ূ) যোগ
করে শব্দ তৈরি করো

ক ‍ীট,   গতি,   দায়,   বাণ,   শত

কুল,    গড়,    ফল,    বক,    দূর,

মঢ়,    রপ,    চড়া,    কল,    ধপ





৪) প্রয়োজন মতো একটি করে ঋ-কার( ‍ৃ), এ-কার(‍ে), ঐ-কার( ‍ৈ), ও-কার( ‍ো), ঔ-কার(‍ৌ) যোগ করে শব্দ তৈরি করো(একই সঙ্গে অন্য ভিন্ন কোনও চিহ্ন যোগ না করে)৤

কষি,    ঘত,    দঢ়,    দশ,    বশ,    

শেষ,    ময়,  জব,    শশব,    ঠকা,    

তলা,    পড়,    দড়,   গরব





৫) যথা স্থানে ‌‍ং ‌‍ঃ ‌‍ঁ ‌যোগ করো

মাস    নোরা    বা    দুখ    কাচা   চিড়া  

পুই    ঠোট   ঢেকি





৬) এই শব্দগুলির সঙ্গে বিভিন্ন স্বরবর্ণ-চিহ্ন যোগ করে শব্দ তৈরি করো৤ বন্ধনীর মধ্যে লেখা সংখ্যার চেয়ে বেশি শব্দ হলেই ভালো

জল(৬ শব্দ),    পর(১০ শব্দ),    

নল(৪ শব্দ),    গড়(৬ শব্দ)৤
























৥লেখাপড়া-৩৪ চৌত্রিশ৥

পঞ্চম অধ্যায়
প্রথম পাঠ







বাস-এ চড়ে কত দূরে 

(ছবির পাঠ)







       এখুনি বাস 

আসবে৤

বাসে যাব৤ এখানে দাঁড়াও৤ 

       ওই  বাস 



এল৤

থামতে দাও৤ থেমেছে, 

এবার ওঠো৤ 

ভিতরে যাও, বেশ ভিড়৤ 




গেটে ঝুলবে না, 

পড়ে যেতে পারো৤ দেখি ভাই, একটু সরো৤ 

দিদিভাই, পথ 
























দিন ভিতরে যাই৤ 

বাসের ভিতরে বড় গরম৤ চলার সময়ে 

ঝাঁকুনিও দেয় খুব৤ জোরে ধরে থাকো, 

নয়তো পড়ে যাবে৤ এই যে দাদা 

টিকিট 







নিন৤ যাব বি.বা.দী. বাগ৤ 

পরে সেখান থেকে ফিরে আসব 

সিধু-কানহু ডহরে৤ বিকেলে 

যেতে হবে সেতু 












পেরিয়ে হাওড়া৤

কত বাস, কত গাড়ি








 


















যেন 

সারি সারি পিঁপড়ে৤ 



কত লোক





সকল পথে যেন অনেক মিছিল৤ 






এর নাম কোলকাতা৤ এখানে কত 

হাজার হাজার লাখে লাখে 

লোক আসে রোজ৤ পথে পথে গাড়ি 

আর লোকের বিশাল মেলা 








সব সময়ে৤ 


এখানে কত দোকান,  


বাজার,  



সিনেমা,  



থিয়েটার



বিশাল বাড়ি



আর গড়ের মাঠ৤ 









এসব নিয়ে কোলকাতা জমজমাট৤ 

কোলকাতায় কত দেখার জিনিস৤  

চিড়িয়াখানা, 










জাদুঘর, 








পাতাল রেল, 








মহাকরণ, 





রাজভবন, 




বিধানসভা, 





আকাশবাণী ভবন, 




জি পি ও




লালবাজার 





পুলিস



থানা,  

ময়দান,









লেক,  












টাঁকশাল 





-- এমনি আরও কত কী? 

দেখে দেখে সহজে শেষ হয় না৤ 

কোলকাতায় দেখার জিনিসের তালিকা 





আরও অনেক বড়৤ যখন দাদার মতো 

বড়ো হব, তখন ঘুরে ঘুরে সব দেখব৤

আমাদের দেশ ভারত




কোলকাতার 

একদিন সুদিন ছিল, কোলকাতা 

তখন ইংরেজ 




  


 
   
আমলে ছিল 

সারা ভারতের রাজধানী৤ 

যদিও এখন সে আর ভারতের রাজধানী নয়, 

তবু ভারতের একটি বড় শহর৤ 















এখনও সে অপর শহরের থেকে 

মানে অনেক বড়৤

কোলকাতা আমাদের গৌরব, 

কোলকাতা দেশের গৌরব৤






৥লেখাপড়া-৩৫ পঁয়ত্রিশ৥

পঞ্চম অধ্যায়
প্রথম পাঠ
(ছবির পাঠের পর এবার হরফের পাঠ)
বাসে চড়ে কত দূরে


       এখুনি বাস আসবে৤ বাসে যাব৤ এখানে দাঁড়াও৤ ওই বাস এল৤ থামতে দাও৤ থেমেছে, এবার ওঠো৤ ভিতরে যাও, বেশ  ভিড় গেটে ঝুলবে না, পড়ে যেতে পারো৤ দেখি ভাই, একটু সরো৤ দিদিভাই, পথ দিন ভিতরে যাই৤ বাসের ভিতরে বড় গরম৤ চলার সময়ে ঝাঁকুনিও দেয় খুব৤ জোরে ধরে থাকো, নয়তো পড়ে যাবে৤ এই যে দাদা টিকিট নিন৤ যাব বি.বা.দী. বাগ৤ পরে সেখান থেকে ফিরে আসব সিধু-কানহু ডহরে৤ বিকেলে যেতে হবে সেতু পেরিয়ে হাওড়া৤

    কত বাস, কত গাড়ি, যেন সারি সারি পিঁপড়ে৤ কত লোক, সকল পথে যেন অনেক মিছিল৤ এর নাম কোলকাতা৤ এখানে কত হাজার হাজার লাখে লাখে লোক আসে রোজ৤ পথে পথে গাড়ি আর লোকের বিশাল মেলা সব সময়ে৤ এখানে কত দোকান, বাজার,সিনেমা, থিয়েটার, বিশাল বাড়ি, আর গড়ের মাঠ৤ এসব নিয়ে কোলকাতা জমজমাট৤ কোলকাতায় কত দেখার জিনিস৤ চিড়িয়াখানা, জাদুঘর, পাতাল রেল, মহাকরণ, রাজভবন, বিধানসভা, আকাশবাণী ভবন, জি পি ও, লালবাজার  পুলিস থানা, ময়দান, লেক, টাঁকশাল__ এমনি আরও কত কী? দেখে দেখে সহজে শেষ হয় না৤ কোলকাতায় দেখার জিনিসের তালিকা আরও অনেক বড়৤ যখন দাদার মতো বড় হব, তখন ঘুরে ঘুরে সব দেখব৤

    আমাদের দেশ ভারত৤ কোলকাতার একদিন সুদিন ছিল, কোলকাতা তখন ইংরেজ আমলে ছিল সারা ভারতের রাজধানী৤ যদিও এখন সে আর ভারতের রাজধানী নয়, তবু ভারতের একটি বড় শহর৤ এখনও সে অপর শহরের থেকে মানে অনেক বড়৤

     কোলকাতা আমাদের গৌরব, কোলকাতা দেশের গৌরব৤

                  
 



  ৥লেখাপড়া-৩৬ ছত্রিশ৥

দ্বিতীয় পাঠ



সাত দিন হাসলে এক দিন ছুটি
                                           (কবিতা)





এক আছে ভাই মজার দেশ
হাসি দিয়ে গড়া
সকল সময় হাসছে সবাই
একটু পেলে নাড়া৤

হাটে বাটে মাঠে ঘাটে
সবাই শুধু হাসে
সকাল থেকে শুরু হাসির  
সকাল ফিরে আসে৤


দেঁতো হাসি কেশো হাসি
হাসি সকল দেশে
বিকট হাসি ভয়াল হাসি
হাসছে হাসি কষে৤

এমন করে হাসাহাসি
সহজ কিছু নয়
এর চেয়ে কাজ সহজ হবে
এ তিন ভুবন জয়৤  





রাতের বেলা হাসি মিহি
সাঁঝের হাসি সরু
ভোরের হাসি পাতলা হাসি
শোনার তখন শুরু৤


দুপুর বেলার হাসি কঠিন
বিকাল বেলার বাসি


এমন আছে মজার দেশে
হরেক রকম হাসি৤


৥লেখাপড়া-৩৭ সাঁইত্রিশ৥


রাখাল মাঠে চরায় গোরু
কেবল শুধু হাসে
গোরুরা তার হাসি শুনে
দৌড়ে ছুটে আসে৤

হাসির বহর দেখে তারা
হাসতে করে শুরু
গোরুর হাসি দেখে হাসে
বিজন বনের তরু৤
গাছের হাসি দেখে হাসে
সকল পশুপাখি 



সবার হাসি দেখে চুপে
থাকবে আকাশটা কি?
সে-ও হাসে গম গমিয়ে 


বাতাস হাসে সাথে
এমনি করে সবাই মিলে
হাসির ঘোরে মাতে৤ 


মজার হাসি হাসছে হাজার
হাসছে মিছে হাসি
হালকা হাসি পলকা হাসি
এমন রাশি রাশি
      

রাশি রাশি কেবল হাসি
জমে জমে শেষে
বিরাট হল পাহাড় সমান
বিপদ হল দেশে৤


 
দেখল তখন বিচার করে
সবাই মিলে মিশে
নাড়ল মাথা জটিল অতি
কাটবে বিপদ কীসে?


৥লেখাপড়া-৩৮ আটত্রিশ৥



নিয়ম হল হাসতে হবে
এমনি মিছে হাসি
একটুও তার জমবে না রেশ
বাতাস লবে শুষি৤
হালকা হাসি হাসতে হবে 


পাতলা লঘু ভার 


একদিন তার থাকবে ছুটি
সাতটা দিনের পর৤





যত খুশি হাসো সবাই
হওনা কুটি কুটি 

নিষেধ কিছু নেই তো মোটে
মানলে হাসির ছুটি৤





 হাঃ হাঃ হাঃ হাসির ছুটি




 ৥লেখাপড়া-৩৯ ঊনচল্লিশ৥

তৃতীয় পাঠ 



৥চাষের মাঠে বেলা কাটে৥



মাঠে চাষ 













হবে৤       ধান  







বোনা হবে৤      ভোর 




হয়ে এল৤ চলো মাঠে যাই৤ জমি চষতে হবে৤ ভোর হবার আগেই  

              লাঙল







                 বলদ 








নিয়ে বেরিয়ে পড়তে হবে৤ যেতে হবে চাষের মাঠে৤  


          মাঠ 






যে অনেক দূর৤ পাশে খাল৤ 





খালের জল থেকে সেচ 




দেওয়া হবে৤      কপি 









পালং 



মুলো 







ধনে আরও কত কী সবজি





সেসব চাষ হবে৤ 





হাল ধরো, চাষ করো৤ ডাইনে বাঁয়ে সামনে পিছে, জমির সব মাটি ভালো করে গুঁড়ো করতে হবে, মসৃণ করতে হবে৤ লাল শাক মানে নটে শাক, 




ডাঁটা শাক, ছোলা, কলাই বুনতে হবে৤ জমি তৈরি হতে দেরি হলে চলবে না৤ খাটতে হবে অনেক, তবেই ভালো ফসল হবে৤

আমি আর দাদা দুজনে 

 লেখাপড়া করি, 







আবার দুজনে মিলে চাষের কাজে বাবাকে সহায়তাও করি৤ আমরা চাষি, তাই আমরা মাটিকে বড়ো ভালোবাসি৤ চাষ হবে, ফসল হবে, অঢেল ফসলে মাঠ ভরে যাবে৤ গোলা 


ভরা ধান



 


গোয়ালভরা গোরু হবে৤ 






এমনি করে খাটলে, থাকতে পারব দুধে ভাতে৤ এসো সবাই চাষ করি৤ আমরা ভারতবাসী, চাষ আমাদের সবচেয়ে বড় জীবিকা৤  
 
রামায়ণ 





পড়ে জানি অতীত দিনেও এমনি করে সীতার বাবা জনক রাজা 
থেকে শুরু করে অনেক বড়ো বড়ো লোক চাষ করতেন-- আমরা চাষিরা সেই অতীত গৌরব বহন করে চলেছি৤ এসো, আমাদের কাছে, একসাথে চাষ করবে এসো৤ তোমাকেও আমরা আমাদের এ গৌরবের সাথি করে নেব৤ আমরা মাঠে ফসল 


ফলিয়ে দেশের লোকের মুখে খাবার জোগাই, 



পেটের ভাত জোগাই, 




লোককে অনাহার থেকে বাঁচাই৤ 




তাই দেশের লোক আমাদের খুব মান দেন৤ আমাদের পুরানো গৌরব আবার তাঁরা ধীরে ধীরে ফিরিয়ে দিতে শুরু করেছেন৤
৥লেখাপড়া-৪০ চল্লিশ৥


চতুর্থ পাঠ 


*৥ বাংলা ভাষা ৥*




বাংলা একাডেমি, ঢাকা


 









পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি,
কোলকাতা








বাংলা আমাদের মাতৃভাষা, তাই আমরা বাঙালি৤ বাংলাভাষা আমাদের গৌরব৤ আমরা বাংলায় লিখতে পড়তে ভালোবাসি৤সকল দেশের লোকেই তাঁদের মাতৃভাষায় লিখতে পড়তে ভালোবাসেন৤অনেক দেশেই আমাদের এই বাংলাভাষা সমাদর পায়৤





বাংলা হরফ দেখতে খুব ভালো, ছাপাও দেখতে চমৎকার৤হাতে লেখার সময়েও বেশ তাড়াতাড়ি লেখা যায়৤
আমাদের বাংলাভাষার বয়স এক হাজার বছরের মতো৤

                                                                                                                                                        

বাংলাভাষায় অতি মনোরম গান ও কবিতা রচনার ফলে ইংরেজি উনিশ-শ’ তেরো (১৯১৩)সনে আমাদের দেশের পরম গৌরব-- রবিঠাকুর নোবেল পারিতোষিক পান৤তাঁর লেখা কবিতা, গান ও আরও অনেক রচনার অনুবাদ হয়েছে পৃথিবীর বহু ভাষায়৤


                       

                            রবীন্দ্রনাথ ঠাকুর
 









আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ -- গানটি তাঁরই রচনা৤ এটি বাংলাদেশের জাতীয় সংগীত৤ 





















জনগণমন অধিনায়ক জয় হে”--গানটিও তাঁরই রচনা৤ এটি ভারতের জাতীয় সংগীত৤









                            শান্তিনিকেতনের ছাতিম তলা



বিদেশিদের কণ্ঠে রবীন্দ্রসংগীত৤ প্রথমে সমবেত, পরে অন্ধ ইতালীয় তরুণীর কণ্ঠে--




৥লেখাপড়া-৪১ একচল্লিশ৥



        আমাদের দেশের গুণী, মহৎ এবং বরণীয় লোকেরা যাঁরা খুব লেখাপড়া জানেন তাঁরা বাংলাভাষার গৌরব বাড়ানো এবং যাতে এই ভাষা বাইরের নানান দেশে আদৃত হয় সেই ভাবে কাজ করে চলেছেন৤ পৃথিবীর অনেক দেশের বেতারে বাংলা গান বাজনা, কবিতাপাঠ ও নাটক এবং আরও নানা রকমারি রচনা তথা লেখাপাঠ শোনা যায়৤ আমরা বড়ো হয়ে বাংলাভাষাকে আরও ভালো, এবং আরও গৌরবে ভূষিত করব৤ বাংলার এক মরমী কবি গেয়েছেন--



মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলাভাষা! 

 


      অতুলপ্রসাদ সেন



 

       একুশে ফেব্রুয়ারির শহিদ মিনার, ঢাকা 




৥লেখাপড়া-৪২ বিয়াল্লিশ৥

অনুশীলনী -৮

১)কোলকাতায় কি কি দেখা যায়?
২)কোলকাতা কবে ভারতের রাজধানী ছিল?
৩)কোথায় শোনা যায় হরেক রকম হাসি?
৪)চাষের মাঠে বেলা কাটে কাদের?
৫)লাঙল বলদ নিয়ে কখন বেরিয়ে পড়তে হবে?
৬)মাঠে কি কি ফসল হবে?
৭)ভারতবাসীর সবচেয়ে বড় জীবিকা কী?
৮)লোককে কারা অনাহার থেকে বাঁচান? কী ভাবে?
৯)বাঙালিদের মাতৃভাষা কী?
১০)আমাদের দেশের পরম গৌরব কে? তিনি কবে নোবেল পারিতোষিক পান?
১১)বাংলার কবি বাংলাভাষা নিয়ে কী বলেছেন?
১২)বাংলা নিয়ে তুমি নিজে বানিয়ে দু’ লাইন কবিতা লেখ৤






 কম্পিউটারে বাংলা লিখছে বালিকা
 


অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ  ত থ দ ধ ন
প ফ ব ভ ম য র শ ষ স হ
ড় ঢ় য় ৎ  ং  ঃ  ঁ 


৥লেখাপড়া-৪৩ তেতাল্লিশ৥

বাংলা সংখ্যা (সংখ্যাবাচক)[Cardinal Numbers]

০ শূন্য ------------
১ এক -----------
২ দুই ___-------
৩ তিন -------
৪ চার
৫ পাঁচ ----
৬ ছয় -----
৭ সাত ----
৮ আট ----
৯ নয়
১০ দশ
১১ এগারো
১২ বারো
১৩ তের
১৪ চৌদ্দ
১৫ পনেরো
১৬ ষোল
১৭ সতেরো
১৮ আঠারো
১৯ উনিশ
২০ কুড়ি/বিশ
২১ একুশ
২২ বাইশ
২৩ তেইশ
২৪ চব্বিশ
২৫ পঁচিশ
২৬ ছাব্বিশ
২৭ সাতাশ
২৮ আটাশ
২৯ উনত্রিশ
৩০ ত্রিশ ----------
৩১ একত্রিশ -----
৩২ বত্রিশ -------
৩৩ তেত্রিশ -----
৩৪ চৌত্রিশ -----
৩৫ পঁয়ত্রিশ ----
৩৬ ছত্রিশ
৩৭ সাঁইত্রিশ
৩৮ আটত্রিশ
৩৯ উনচল্লিশ
৪০ চল্লিশ
৪১ একচল্লিশ
৪২ বিয়াল্লিশ
৪৩ তেতাল্লিশ
৪৪ চুয়াল্লিশ
৪৫ পঁতাল্লিশ
৪৬ ছেচল্লিশ
৪৭ সাতচল্লিশ
৪৮ আটচল্লিশ
৪৯ উনপঞ্চাশ
৫০ পঞ্চাশ
৫১ একান্ন
৫২ বাহান্ন
৫৩ তিপ্পান্ন
৫৪ চুয়ান্ন
৫৫ পঞ্চান্ন
৫৬ ছাপ্পান্ন
৫৭ সাতান্ন
৫৮ আটান্ন
৫৯ উনষাট
৬০ ষাট
৬১ একষট্টি
৬২ বাষট্টি
৬৩ তেষট্টি
৬৪ চৌষট্টি
৬৫ পঁয়ষট্টি
৬৬ ছেষট্টি
৬৭ সাতষট্টি
৬৮ আটষট্টি
৬৯ উনসত্তর
৭০ সত্তর
৭১ একাত্তর
৭২ বাহাত্তর
৭৩ তিয়াত্তর
৭৪ চুয়াত্তর
৭৫ পঁচাত্তর
৭৬ ছিয়াত্তর
৭৭ সাতাত্তর
৭৮ আটাত্তর
৭৯ উনআশি
৮০ আশি
৮১ একাশি
৮২ বিরাশি
৮৩ তিরাশি
৮৪ চুরাশি
৮৫ পঁচাশি
৮৬ ছিয়াশি
৮৭ সাতাশি
৮৮ অষ্টআশি
৮৯ উননব্বই
৯০ নব্বই/ নব্বুই
৯১ একানব্বই
৯২ বিরানব্বই
৯৩ তিরানব্বই
৯৪ চুরানব্বই
৯৫ পঁচানব্বই
৯৬ ছিয়ানব্বই
৯৭ সাতানব্বই
৯৮ আটানব্বই
৯৯ নিরান্বই
১০০ একশ’/একশত (দুটো শন্য)

১০১ একশ’ এক
১০২ একশ’ দুই
১০৩ একশ’ তিন
১০৪ একশ’ চার
১০৫ একশ’ পাঁচ
১০৬ একশ’ ছয়
১০৭ একশ’ সাত
১০৮ একশ’ আট
১০৯ একশ’ নয়
১১০ একশ’ দশ
১১১ একশ’ এগারো
______........
১০০০ একহাজার (তিনটে শূন্য)
১০০১ একহাজার এক
১০০২ একহাজার দুই
১০০৩ একহাজার তিন
১০০৪ একহাজার চার
১০০৫ একহাজার পাঁচ
১০০৬ একহাজার ছয়
১০০৭ একহাজার সাত
১০০৮ একহাজার আট
১০০৯ একহাজার নয়
১০১০ একহাজার দশ
১০১১ একহাজার এগারো
______......
১০,০০০ দশ হাজার (চারটে শূন্য)
----------- .........
১,০০,০০০ এক লক্ষ (পাঁচটা শূন্য)
১০,০০,০০০ দশ লক্ষ (ছয়টা শূন্য)
------------ ...........
১,০০,০০,০০০ এক কোটি (সাতটা শূন্য)
১০,০০,০০,০০০ দশ কোটি (আটটা শূন্য)

১,০০,০০,০০,০০০ একশ’ কোটি (নয়টা শূন্য)

১০,০০,০০,০০,০০০ এক হাজার কোটি (দশটা শূন্য)
৥লেখাপড়া-৪৪ চুয়াল্লিশ৥

সংখ্যার ক্রম

একক=১
দশক=১০ (একটা শূন্য)
শতক=১০০ (দুটো শূন্য)
হাজার(সহস্র)=১,০০০ (তিনটে শূন্য)
অযুত=১০,০০০ (চারটে শূন্য) [দশ হাজার]
লক্ষ=১,০০,০০০ (পাঁচটা শূন্য)
নিযুত=১০,০০,০০০ (ছয়টা শূন্য) [দশ লক্ষ]
কোটি=১,০০,০০,০০০ (সাতটা শূন্য)

সংখ্যার ক্রমাঙ্ক


কোটি
নিযুত
লক্ষ
অযুত
হাজার(সহস্র)
শতক
দশক
একক
,০০,০০,০০০
১০,০০,০০০
,০০,০০০
১০,০০০
,০০০
১০০
১০
১০
১০
১০
১০
১০
১০
১০



১০(৭)-- লিখে বোঝানো হয়েছে ১-এর পরে সাতটা শূন্য,
১০(৬)-- এর অর্থ হল ১-এর পরে ছয়টা শূন্য,
বোঝার সুবিধার জন্য ১০(৭),---১০(৬) --... ইত্যাদি দেখানো হল৤


এককে সংখ্যা একটি শূন্য নেই
দশকে সংখ্যা দুটি, শূন্য একটি
শতকে সংখ্যা তিনটি, শূন্য দুটি
হাজারে সংখ্যা চারটি, শূন্য তিনটি
লক্ষে সংখ্যা ছয়টি, শূন্য পাঁচটি
কোটিতে সংখ্যা ৮টি, শূন্য ৭টি৤




৥লেখাপড়া-৪৫ পঁয়তাল্লিশ৥


বাংলা সংখ্যা (পূরণবাচক) [Ordinal Numbers]

---
১ প্রথম
২ দ্বিতীয়
৩ তৃতীয়
৪ চতুর্থ
৫ পঞ্চম
৬ ষষ্ঠ
৭ সপ্তম
৮ অষ্টম
৯ নবম
১০ দশম
১১ একাদশ
১২ দ্বাদশ
১৩ ত্রয়োদশ
১৪ চতুর্দশ
১৫ পঞ্চদশ
১৬ ষোড়শ
১৭ সপ্তদশ
১৮ অষ্টাদশ
১৯ ঊনবিংশ
২০ বিংশ
২১ একবিংশ
২২ দ্বাবিংশ
২৩ ত্রয়োবিংশ
২৪ চতুর্বিশ
২৫ পঞ্চবিংশ
২৬ ষড়্‌বিংশ
২৭ সপ্তবিংশ
২৮ অষ্টবিংশ
২৯ ঊনত্রিংশ
৩০ ত্রিংশ
৩১ একত্রিংশ
৩২ দ্বাত্রিংশ
৩৩ ত্রয়োত্রিংশ
৩৪ চতুস্ত্রিংশ
৩৫ পঞ্চত্রিংশ
৩৬ ষট্ ত্রিংশ
৩৭ সপ্ত ত্রিংশ
৩৮ অষ্ট ত্রিংশ
৩৯ ঊনচত্বারিংশ
৪০ চত্বারিংশ
৪১ এক চত্বারিংশ
৪২ দ্বি চত্বারিংশ
৪৩ ত্রি চত্বারিংশ
৪৪ চতুঃ চত্বারিংশ
৪৫ পঞ্চ চত্বারিংশ
৪৬ ষট্ চত্বারিংশ
৪৭ সপ্ত চত্বারিংশ
৪৮ অষ্ট চত্বারিংশ
৪৯ ঊনপঞ্চাশত্তম
৫০ পঞ্চাশত্তম

৬০ ষষ্টিতম

৭০ সপ্ততিতম

৮০ অশীতিতম

৯০ নবতিতম

১০০ শততম


===================================


লেখাপড়া


বাংলা শিক্ষার প্রাথমিক বই

অআইঈ উঊ ঋ এঐওঔ
কখগঘঙ চছজঝঞ
টঠডঢণ তথদধন পফবভম
যরল শষসহ ড়ঢ়য়ৎ ‍ং ‍ঃ ‍ঁ
০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯


সূচনা খণ্ড

মনোজকুমার দ. গিরিশ


লেখাপড়া

বাংলা শিক্ষার প্রাথমিক বই



সূচনা খণ্ড(দ্বিতীয় খণ্ড)

মনোজকুমার দ. গিরিশ

লেখাপড়া

বাংলা শিক্ষার প্রাথমিক বই







সূচনা খণ্ড
(দ্বিতীয় খণ্ড)

মনোজকুমার দ. গিরিশ

লেখাপড়া

দ্বিতীয় খণ্ড শেষ, সমাপ্ত৤

-- ০ --

৥ আরও সম্পাদনা করা হবে ৥


সংশোধন, সম্পাদন, সংযোজন চলছে 
সর্বশেষ পরিমার্জন ২১/০৩/২০১৭

পরে দেখুন--



দেখুন তৃতীয় খণ্ড: 

http://bangla-biswa.blogspot.in/2008/12/blog-post_50.html   

  







কোন মন্তব্য নেই: