পাঁচ খণ্ডে সম্পূর্ণ
প্রথম খণ্ড
লেখাপড়া-- বাংলা শিক্ষার প্রাথমিক বই প্রথম খণ্ড
অতিরিক্ত ৭টি পাঠ সহ
==========================
সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া
লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে
বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি
বিনামূল্যে বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি
ডাউনলোড করুন নিচেরএই লিংকে ক্লিক করে
উন্নত বাংলা ফন্ট ‘অহনলিপি-বাংলা১৪’
(AhanLipi-Bangla14)
উন্নত বাংলা ফন্ট ‘অহনলিপি-বাংলা১৪’
(AhanLipi-Bangla14)
অহনলিপি-বাংলা১৪ ফন্ট প্যাকেজ ডাউনলোড লিংক:
যুক্তবর্ণ সরল গঠনের বুঝতে লিখতে পড়তে সহজ
সঙ্গে
দেওয়া ফাইল দেখে নিতে হবে
অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14
Default text font setting)
Default
text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
এবং
অহনলিপি-বাংলা১৪
ডিফল্ট ইন্টারনেট সেটিং (AhanLipi-Bangla14 Default Internet setting)
(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)
on
internet(Mozilla Firefox)
(top left)
Tools
Options > contents
Fonts & Colors
Default font:=AhanLipi-Bangla14
Advanced...
Fonts for:
=Bengali
Proportional
= Sans Serif, Size=20
Serif=AhanLipi-Bangla14
Sans
Serif=AhanLipi-Bangla14
Monospace=AhanLipi-Bangla14, Size=20
--OK
Languages
Choose your preferred Language for
displaying pages
Choose
Languages in order of preference
Bengali[bn]
--OK
--OK
এবার ইন্টারনেট খুললে অহনলিপি-বাংলা১৪ ফন্টে
সকলকিছু দেখা যাবে এবং সকল কিছু লেখাও
যাবে
( পাঁচ খণ্ডের এই বইটিতে কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তা গ্রহণ করা হয়েছে যেসকল ছবি ইন্টারনেট থেকে গ্রহণ করা হয়েছে সেগুলির কোনওটি সম্পর্কে কারও অনুমতি প্রদানে আপত্তি থাকলে সে ছবি বর্জন করা হবে )
বইখানির অসম্পূর্ণতা দূর করার জন্য পাঠকদের কাছে
অভিমত প্রার্থনা করি এতে বাংলাভাষারই বিকাশ ঘটবে
[ ই-মেলে যোগাযোগের জন্য: manojkumardgirish@yahoo.com ]
=====================
লেখাপড়া
(১)
বাংলা শিক্ষার প্রাথমিক বই
(কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তা গ্রহণ করা হয়েছে)
আঁচড় খণ্ড
(প্রথম খণ্ড)
শিশু শ্রেণি
মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
লেখাপড়া
আঁচড় খণ্ড
(প্রথম খণ্ড)
ভূমিকা
আঁচড় খণ্ড(প্রথম খণ্ড)
বাংলা শেখা যদি সহজ হয়, তবে আমার চেষ্টা সার্থক হবে
গ্রন্থ প্রস্তুতিতে কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তা নেওয়া হয়েছে
সব রকম পরামর্শ পাঠাতে বিনীত অনুরোধ জানাই
বিনয়াবনত,
মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা
মোঃ ৯০৫১ ৫৩০৮ ১৬
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
আঁচড় খণ্ড
(প্রথম খণ্ড)
লেখাপড়া
পাঠ নির্দেশ
বর্ণ পরিচয়ের ক্ষেত্রে--
পড়তে হবে এইভাবে
অমৃতি --অ,
আম --আ,
ইট --ই ... ইত্যাদি
অ-এ --অমৃতি, ___ আ-এ --আম, ___ ই-তে ইট ---
এইভাবে পড়া হবে না
লেখাপড়া
ছড়া
এবং
ছবি
এবং
ছবি
দাগ দাও, স্কেল দিয়ে সোজা রেখা টানো --
(ছড়ার ছবি)
দ ......
_দ
দ-এর গেল বেঁকে মাথা
শূন্য এল করতে দেখা
আনল ডেকে বাইশ কবিরাজ
বসতে দিল লাঠির সাজ--
খেতে দিল মস্ত ফাঁকি,
এক টানেতে হল পাখি!
দ-এর গেল বেঁকে মাথা
শূন্য এল করতে দেখা
আনল ডেকে বাইশ কবিরাজ
বসতে দিল লাঠির সাজ --
খেতে দিল মস্ত ফাঁকি,
এক টানেতে হল পাখি!
লেখাপড়া
আঁকতে শেখা
শিশুদের হরফ পরিচয়ের বই মজাদার ছড়া
লেখাপড়া
ছড়া শেখা
(১)
চাঁদ উঠেছে
ফুল ফুটেছে
কদম তলায় কে? _________
হাতি নাচছে,
(২)
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা’ _________
খায়দায় গান গায়
তাইরে নাইরে না
(৩)
আদুড় বাদুড়
চালতা বাদুড়
____কলা বাদুড়ের বে’
টোপর
মাথায় দে’
দেখতে যাবে কে?
চামচিকেতে বাজনা বাজায়,
খ্যাংরা কাঠি দে’
লেখাপড়া
ছড়া শেখা
(৪)
না’-এ ভরা দিয়ে _______
না’ নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোঁদড় নাচে
ওরে ভোঁদড় ফিরে চা’,
খোকার নাচন দেখে যা
(৫)
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
_______
তারা হাট্টিমা টিম টিম
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
(সূচনা খণ্ড)
(ছবি সহ স্বরবর্ণ)
অমৃতি-- অ
__
আম-- আ
ইট-- ই
উনুন-- উ
___
ঊরু -- ঊ
ঋষভ-- ঋ
এলাচ-- এ
___
ঐরাবত-- ঐ
ওড়না-- ও
___ ঔষধালয়-- ঔ
লেখাপড়া-১ এক
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
আঁচড় খণ্ড / প্রথম খণ্ড
●●●
২০০ বছর আগে বিদ্যাসাগর মহাশয় বলে গেছেন,
“বালকেরা অ, আ, এই দুই বর্ণস্থলে স্বরের অ,
স্বরের আ, বলিয়া থাকে
এইরূপ বলে, তদ্রূপ উপদেশ দেওয়া আবশ্যক”
●●●
“বালকেরা অ, আ, এই দুই বর্ণস্থলে স্বরের অ,
স্বরের আ, বলিয়া থাকে
যাহাতে তাহারা, সেরূপ না বলিয়া, কেবল অ,
আ,
এইরূপ বলে, তদ্রূপ উপদেশ দেওয়া আবশ্যক”
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮২০ - ১৮৯১
১৮২০ - ১৮৯১
_ বাংলা বর্ণমালা
(স্বরবর্ণ ১১, ব্যঞ্জনবর্ণ ৩৯
১১ + ৩৯ = ৫০)
স্বরবর্ণ (১১বর্ণ)
বাংলা ১১ স্বরবর্ণ
অ _ আ
ই _ ঈ
উ _ ঊ
---ঋ
এ _ ঐ
ও _ ঔ
দেখুন: শব্দ
পড়ার কালে হ্রস্ব-ই, বলতে হবে না,
শুধু “ই” বলতে হবে
শুধু “ই” বলতে হবে
শব্দ
পড়ার কালে হ্রস্ব-উ, বলতে হবে না,
শুধু “উ” বলতে হবে
শুধু “উ” বলতে হবে
শুধু বর্ণ শেখার
সময়ে হ্রস্ব-ই, দীর্ঘ-ঈ, এবং হ্রস্ব-উ,
দীর্ঘ-ঊ বললে হবে
শব্দ শেখা
উই ___
এই ওই ___
লেখাপড়া-২ দুই
লেখাপড়া
বাংলা শিক্ষার
প্রাথমিক বই
(আঁচড় খণ্ড / প্রথম খণ্ড)
কিছু
কথা: বাংলা বর্ণমালা বলার সময়ে হরফের নানা নাম দিয়ে বলার
রেওয়াজ আছে এসব যথাসম্ভব বন্ধ করা দরকার যেমন--
১স্বরে অ -- নয়, শুধু অ
২স্বরে আ -- নয়, শুধু আ
৩বর্গীয় জ= ‘বর্গীয়’ কথাটা বাদ সব সময়ে শুধু জ বলতে
হবে
৪হাত তোলা ঝ= ‘হাত তোলা’ বলতে হবে না শুধু ঝ
৫কাঁধে বোঁচকা ঞ= ‘কাঁধে বোঁচকা’ বলতে হবে না
শুধু ঞ
৬হাঁটু ভাঙা দ= ‘হাঁটু ভাঙা’ বলতে হবে না শুধু
দ
৭কাঁধে ভারী ধ = ‘কাঁধে ভারী’ বলতে হবে না শুধু ধ
৮ব-এ শূন্য র= ‘ব-এ শূন্য’ বলতে হবে না শুধু র
৯ড-এ শূন্য ড়= ‘ড-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
১০ঢ-এ শূন্য ঢ়= ‘ঢ-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
ছবি সহ ব্যঞ্জনবর্ণ
কলা-- ক
____
খড়ম -- খ
গোরু -- গ ___
ঘড়ি -- ঘ
অ ম =অগ্র মধ্যাহ্ণ প ম =পর মধ্যাহ্ণ
সঙ -- ঙ
চড়াই -- চ
___ছবি -- ছ
জল -- জ
___
ঝড় -- ঝ
মিঞাও ডাকে বিড়াল -- ঞ
টাকা -- ট ___
ঠোঙা -- ঠ
ডাব -- ড
তূণ -- ণ
তবলা -- ত _
থলি -- থ
দই -- দ ___
ধনুক -- ধ
নদী -- ন
লেখাপড়া-৩ তিন
লেখাপড়া
পয়সা -- প
ফড়িং -- ফ
বই -- ব
_ __
ভাত -- ভ
ময়ূর -- ম
যব -- য
রস -- র
লতা -- ল _-
শকুন -- শ
ষাঁড় -- ষ
সাফাই -- স
হনুমান -- হ
খড়ম -- ড়
আষাঢ় -- ঢ়
আয়না -- য়
চিৎকার --ৎ
আংটি -- ং
___
ওঃ -- ঃ ___
চাঁদ -- ঁ
লেখাপড়া-৪ চার
লেখাপড়া
প্রাথমিক শিক্ষার বই
(আঁচড় খণ্ড/প্রথম খণ্ড)
কিছু
কথা: বাংলা বর্ণমালা বলার সময়ে হরফের নানা নাম দিয়ে বলার
রেওয়াজ আছে এসব যথাসম্ভব বন্ধ করা দরকারযেমন--
১স্বরে অ -- নয়, শুধু অ
২স্বরে আ -- নয়, শুধু আ
৩বর্গীয় জ= ‘বর্গীয়’ কথাটা বাদ সব সময়ে শুধু জ বলতে
হবে
৪হাত তোলা ঝ= ‘হাত তোলা’ বলতে হবে না শুধু ঝ
৫কাঁধে বোঁচকা ঞ= ‘কাঁধে বোঁচকা’ বলতে হবে না
শুধু ঞ
৬হাঁটু ভাঙা দ= ‘হাঁটু ভাঙা’ বলতে হবে না শুধু
দ
৭কাঁধে ভারী ধ= ‘কাঁধে ভারী’ বলতে হবে না শুধু ধ
৮ব-এ শূন্য র= ‘ব-এ শূন্য’ বলতে হবে না শুধু র
৯ড-এ শূন্য ড়= ‘ড-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
১০ঢ-এ শূন্য ঢ়= ‘ঢ-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
ব্যঞ্জনবর্ণ
(৩৯ বর্ণ)
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
শব্দ শেখা
কই খই খগ গজ
চই ছই জই জউ
শুধু ‘মূর্ধন্য’ বললে হবে না,
বলতে হবে পুরো কথাটা ‘মূর্ধন্য-ণ’
মূর্ধন্য-ণ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
লেখাপড়া-৫ পাঁচ
দেখুন:
শব্দ পড়ার কালে বর্গীয়-জ, বলতে হবে না,
শুধু জ বলতে হবে
শব্দ পড়ার কালে বর্গীয়-জ, বলতে হবে না,
শুধু জ বলতে হবে
শব্দ
পড়ার কালে দন্ত্য-ন, বলতে হবে না,
শুধু ন বলতে হবে
শুধু ন বলতে হবে
শব্দ
পড়ার কালে ব-এ শূন্য-র, বলতে হবে না,
শুধু র বলতে হবে
শুধু র বলতে হবে
শব্দ শেখা
কত গত ঘন অত তত
তব তম
দই
থই
নই নও নগ নত
নব বউ
বই
ভজ ভব
মই
মউ মম
দেখুন:
ড়-এর সঠিক উচ্চারণ করতে হবে
য র ল শ ষ
স হ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
লেখাপড়া-৬ ছয়
শব্দ শেখা
তর জড় দড়
যত রত
লই লও লহ
শত শশ
সই সহ
হই হও
হত হব
লেখাপড়া-৭ সাত
কিছু
কথা: বাংলা বর্ণমালা বলার সময়ে হরফের নানা নাম দিয়ে বলার
রেওয়াজ আছে এসব যথাসম্ভব বন্ধ করা দরকারযেমন--
১স্বরে অ -- নয়, শুধু অ
২স্বরে আ -- নয়, শুধু আ
৩বর্গীয় জ= ‘বর্গীয়’ কথাটা বাদ সব সময়ে শুধু জ বলতে
হবে
৪হাত তোলা ঝ= ‘হাত তোলা’ বলতে হবে না শুধু ঝ
৫কাঁধে বোঁচকা ঞ= ‘কাঁধে বোঁচকা’ বলতে হবে না
শুধু ঞ
৬হাঁটু ভাঙা দ= ‘হাঁটু ভাঙা’ বলতে হবে না শুধু
দ
৭কাঁধে ভারী ধ= ‘কাঁধে ভারী’ বলতে হবে না শুধু ধ
৮ব-এ শূন্য র= ‘ব-এ শূন্য’ বলতে হবে না শুধু র
৯ড-এ শূন্য ড়= ‘ড-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
১০ঢ-এ শূন্য ঢ়= ‘ঢ-এ শূন্য’ না বলাই ভালো
ধ্বনিটি উচ্চারণ করাই ঠিক
ব্যঞ্জনবর্ণ
(৩৯ বর্ণ)
মূর্ধন্য-ণ (শুধু মূর্ধন্য বললে হবে না)
রবীন্দ্রনাথ ঠাকুর
১৮৬১-১৯৪১
বাংলা ৩৯ ব্যঞ্জনবর্ণ
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল শ ষ
স হ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
ডাক্তার বাবু--
লেখাপড়া-৮ আট
সংখ্যা
দশ(১০)টি
০ ১ ২ ৩ ৪
৫ ৬ ৭ ৮ ৯
০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
০-শূন্য ১-এক ২-দুই ৩-তিন ৪-চার
৫-পাঁচ ৬-ছয় ৭-সাত ৮-আট ৯-নয়
লেখাপড়া-৯ নয়
০-শূন্য ১-এক ২-দুই ৩-তিন ৪-চার
৫-পাঁচ ৬-ছয় ৭-সাত ৮-আট ৯-নয়
০-শূন্য ১-এক ২-দুই ৩-তিন ৪-চার
৫-পাঁচ ৬-ছয় ৭-সাত ৮-আট ৯-নয়
লেখাপড়া-১০ দশ
লেখাপড়া
প্রাথমিক শিক্ষার বই(আঁচড় খণ্ড/প্রথম খণ্ড)
প্রথম অধ্যায়
শব্দ গঠন
স্বরান্ত শব্দ
স্বরান্ত উচ্চারণ অর্থাৎ শব্দের শেষে সাধারণত অ-এর মতো উচ্চারণ হবে,
বা অন্য কোনও স্বরবর্ণের উচ্চারণ হবে
প্রথম পাঠ
অত আছ ইহ
ঈশ উপ ঊন
ঋত এই ঐক
ওই ঔপ
লেখাপড়া-১১ এগারো
শব্দ গঠন
স্বরান্ত শব্দ
স্বরান্ত উচ্চারণ অর্থাৎ শব্দের শেষে সাধারণত অ-এর মতো উচ্চারণ হবে,
বা অন্য কোনও স্বরবর্ণের উচ্চারণ হবে
কই কত খই
গত ঘন জড়
থই দই নত
নব নভ নর
বই
বউ
মই
যত সই
সম হত
লেখাপড়া-১২ বারো
স্বরান্ত শব্দ
এই বই এই খই
বই কই? খই কই?
কত দই
কত বই
______
অনুশীলনী -১
(১)একটি বর্ণ শেষে বসিয়ে শব্দ তৈরি করো
অ(ত) গ -
ই - ঘ -
এ - ন -
ও - হ -
(২)একটি বর্ণ আগে বসিয়ে শব্দ তৈরি করো
(অ)ত -ড়
-প -ব
-ই -ম
-ক -ন
লেখাপড়া-১৩ তেরো
স্বরান্ত শব্দ
দ্বিতীয় পাঠ
আগত আবহ আহত আয়ত
দশই ফলত সতত সহগ
ওই আগত সই আহত
নত সতত নব আবহ
অপগত অবগত অবনত অহরহ
জড়সড় ডগমগ থতমত শতশত
অনবরত
বই শতশত
সই থতমত
নত অহরহ সতত জড়সড়
অহরহ ডগমগ অনবরত অবনত
লেখাপড়া-১৪ চৌদ্দ
অনুশীলনী -২
দ্বিতীয় পাঠ
১) একটি বর্ণ শেষে বসিয়ে শব্দ তৈরি করো
আহ- ফল- সহ-
২)একটি বর্ণ আগে বসিয়ে শব্দ তৈরি করো
-হত -শই -য়ত -তত
৩) দুইটি বর্ণ শেষে বসিয়ে শব্দ তৈরি করো
দ - - ফ - - অহ - -
জড় - - শত - - অব - -
৪) দুইটি বর্ণ আগে বসিয়ে শব্দ তৈরি করো
- - সড় - - মগ - - রহ
- - নত - - হ - - ই
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
অআ ইঈ উঊ ঋ
এঐ ওঔ
কখগঘঙ
চছজঝঞ
টঠডঢণ
তথদধন
পফবভম
যরল শষস হ
ড়ঢ়য় ৎ ং ঃ ঁ
০১২৩৪৫৬৭৮৯
======================================
দেখা যাক একই ধরনের দেখতে বাংলা হরফ--
২ হ ই
৬ ড ড় ঙ উ ঊ
ব র ক ধ ঝ ঋ
এ ঐ ঞ
ও ঔ
য য় ষ
চ ছ ৮
ঢ ঢ় ট
ণ ন
১ ৯
আঁচড় খণ্ড
মনোজকুমার দ. গিরিশ
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
আঁচড় খণ্ড
মনোজকুমার দ. গিরিশ
লেখাপড়া
বাংলা শিক্ষার প্রাথমিক বই
আঁচড় খণ্ড
প্রথম খণ্ড
মনোজকুমার দ. গিরিশ
না না, আমার মুখে মাছ নেই!
-- প্রথম খণ্ড--
শেষ/ সমাপ্ত
-- ০০ --
সংশোধন, সম্পাদন, সংযোজন চলছে
সর্বশেষ পরিমার্জন ০৫/১০/২০১৮
এর পরে
দেখুন দ্বিতীয় খণ্ড:
http://bangla-biswa.blogspot.in/2008/12/blog-post.html