সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক:
উন্নত বাংলা ফন্ট ‘অহনলিপি-বাংলা১৪’
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
সঙ্গে
দেওয়া ফাইল দেখে নিতে হবে
অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14
Default text font setting)
Default
text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
এবং
অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet
setting)
(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)
on
internet(Mozilla Firefox)
(top
left) Tools
Options--contents
Fonts and Colors
Default font:=AhanLipi-Bangla14
Advanced...
Fonts for:
=Bengali
Proportional
= Sans Serif, Size=20
Serif=AhanLipi-Bangla14
Sans
Serif=AhanLipi-Bangla14
Monospace=AhanLipi-Bangla14, Size=20
-- OK
Languages
Choose your preferred Language for
displaying pages
Choose
Languages in order of preference
Bengali[bn]
-- OK
-- OK
এবারে
ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে
যুক্তবর্ণ সরল গঠনের বুঝতে লিখতে পড়তে সহজ
বাংলা পরিমাপ
মনোজকুমার দ. গিরিশ
ইংরেজি মাপ হল ফুট গজ পাউন্ড মাইল, বাংলায় হাত বিঘত বিঘা ক্রোশ একটা সহজ কথা আমাদের স্বীকার করে নেওয়া দরকার, তা হল এই যে, আমাদের মাপজোক, হিসেবনিকেশ, সময়-পরিমাপ ইত্যাদিতে কোনও ভালো মান বা স্ট্যান্ডার্ড নেই বারো ইঞ্চিতে এক ফুট, এটা একটা সুনির্দিষ্ট মাপ কিন্তু এক হাত ঠিক কতোটা দীর্ঘ? বেশি লম্বা লোকের হাত বেশ বড়, সে ক্ষেত্রে হাত একরকম; খর্ব লোকের পক্ষে তা অন্যরকম, অনেকটা ছোট একশ’ হাত পরিমাণ দু-জনের ক্ষেত্রে তাই দুরকম হবে আবার এক প্রহর সময় ব্যাপারটা খানিকটা অনুমানভিত্তিক সময়, প্রায় তিন ঘন্টা-- আট প্রহরে একদিন, ২৪ ঘণ্টায় একদিন (এক্ষেত্রেও ইংরেজি সময়-পরিমাপের ঘড়ি না হলে ঠিক কতক্ষণ তা বোঝা কঠিন)
ইংরেজি মতে নতুন দিনের সূচনা হয় রাত বারোটার ঠিক পরের (পিকো)সেকেন্ডে, আর বাংলা মতে দিনের শুরু হয় শেষ রাতে, যখন আকাশে তারা সব ডুবে যায় ফলে যাঁর দৃষ্টি ক্ষীণ তাঁর দিন অনেক আগে শুরু হয়, আর প্রখর দৃষ্টিশক্তির অধিকারীদের দিন শুরু হয় অনেক দেরিতে! তাঁরা আকাশে অনেক বেশি সময় ধরে তারার আলোকবিন্দু দেখতে পান যে এঁদের দিন শুরু হতে দেরি হয়ে যায়! আর যদি শক্তিশালী দূরবিন চোখে লাগানো হয় তবে তো বিপদ আরও বাড়বে, তারারা আকাশে যে পিট পিট করতেই থাকবে, তখন নতুন দিন শুরুর উপায় কী?
বাংলা বানানের ক্ষেত্রেও আমাদের এই একই ধরনের হাতড়ানো ব্যাপারটা বেশ রয়েছে, তাই একই শব্দের বানান একাধিক হয়, নানারকম হয়-- বাঙ্গালা, বাঙ্গলা, বাঙ্গ্লা, বাঙলা, বাঙ্লা, বাংলা ভাষার নামের বানানেই এত “বৈচিত্র”! আর আশ্চর্য যে এর সব কটা বানানই ঠিক৻
আমাদের ঐতিহ্য হল কৃষ্ণের অষ্টোত্তর শতনাম(১০৮ নাম), সে ঐতিহ্য আমরা বানানেও রক্ষা করে চলেছি "সবিশেষ" শব্দটির ২৪ রকম বানান তো হতেই পারে(১০৮ রকমও হতে পারে)! এই অতি আধুনিক মহাকাশ ও কম্পিউটারের
ন্যানো (nano → 10 to the power minus nine ( ) billionth),
পিকো(pico → 10 to the power minus twelve ( ) trillionth)
সেকেণ্ডের গতির যুগে আমাদের হতে হবে খুব সুনির্দিষ্ট, স্পষ্ট, নির্দ্বিধ-- দ্বিধাহীন
কম্পিউটার মাত্র এক সেকেন্ডে কোটি কোটি অঙ্ক কষে ফেলে কম্পিউটারের কাছে একটা হরফের যা গুরুত্ব, একটা অতি ছোট বিন্দুরও ঠিক সেই একই গুরুত্ব, অর্থাৎ সব সময়েই সে খুব সুনির্দিষ্ট, স্পষ্ট, দ্বিধাহীন আমাদেরও সেই গুণটি অর্জন করতে হবে বাংলা বানান যেমন সব সময়ে নির্দ্বিধ হতে হবে, সময় এবং অন্যান্য পরিমাপেও আমাদের সম্পূর্ণ নিখুঁত হতে হবে শৈথিল্য বা লাগামছাড়া মনোভাব আমাদের গতি এবং অগ্রগতিকে ব্যাহত করছে প্রতি মুহূর্তে, প্রতি পিকো ( ) সেকেন্ডে
-- ০০ --