মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

বাংলা সংখ্যা চার ৪


বাংলা সংখ্যা চার(৪)
 





উন্নত বাংলা ফন্ট  ‘অহনলিপি-বাংলা১৪’
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip





সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং




অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options--contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -- OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -- OK
 -- OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে৤


বাংলা সংখ্যা চার(৪)
মনোজকুমার দ. গিরিশ

           প্রয়োগের দিক থেকে ও ব্যবহারিক দিক থেকে বাংলা সংখ্যা অন্য অনেক সংখ্যার চেয়ে গুণসম্পন্ন৤ ইংরেজি সংখ্যার 1(১) এবং l(এল), i, I (আই)--1lI (১, এল,আই) পরস্পর এতই সাদৃশ্যমূলক যে, এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা অনেক সময়ই কঠিন৤ 1l(১,এল) তো অতীব দুর্ভেদ্য! আবার শূন্য (০) এবং Oo ("ও" বড় হাত এবং ছোট হাত) খুবই সাদৃশ্যমূলক(0Oo)৤
সংখ্যা 6 এবং 9 যদি আলাদাভাবে কাগজে বা কার্ডে লিখে মিলিয়ে দেওয়া হয়, তবে এর কোন্‌টা কোন্ সংখ্যা তা বোঝা যাবে না৤ ক্ষুদ্রাকারে লেখা হলে সংখ্যা 3 এবং 8 এর মধ্যে তফাৎ বোঝা কঠিন হবে৤ সংখ্যা 7 এবং সংখ্যা 9 এর মধ্যে পার্থক্য স্পষ্ট করতে, হাতে করে লেখার সময়ে, সংখ্যা 7 এর পেট কেটে লেখার রীতি আছে৤ লক্ষ করলে দেখা যাবে গাড়ির নাম্বারপ্লেটে i I (আই) এবং o O ('ও'), হরফ দুটি ব্যবহার করা হয় না৤ সংখ্যা 1(১) এবং 0(শূন্য) 1Il oO0 হরফ দুটি(ওয়ান, আই, এল; 'ও' ছোট, 'ও' বড়, শূন্য) পাশাপাশি লিখলে, সংখ্যা এবং হরফ মিলে মিশে গুলিয়ে যাবে৤ প্রায়ই দেখা যায়, শূন্য এবং 'ও' গুলিয়ে যাবে বলে কম্পিউটারে সংখ্যা 0 (শূন্য) এবং 'ও'(oO) লেখার পার্থক্য বোঝাবার জন্য অনেক সময়েই পেট কেটে শূন্য লেখা হয়৤ আর নাগরি সংখ্যা? তা বোধ হয় তেমন সুবিধেজনক নয়, তার অপ্রত্যক্ষ স্বীকৃতি বোধ হয় আছে ভারতের সংবিধানে, সেখানে হিন্দি লেখার সঙ্গে ইংরেজি হরফ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে৤
( 343. Official Language of the Union. --
(1) The Official Language of the Union shall be Hindi in Devanagari Script.
The form of numerals to be used for the official purpose of the Union shall be the international form of Indian numerals. )
তবে ইংরেজি সংখ্যাগুলির গঠন সরল৤ যদিও তা অ-সম প্রস্থবিশিষ্ট৤ যা কোন কোন ক্ষেত্রে বেশ দৃষ্টকটু মনে হয়৤ যেমন, যদি লেখা হয় -- 8118881188, বা এই ধরনের কোন সংখ্যা৤ ডিজিটাল ক্যালকুলেটারে লিখলে এটা আরও স্পষ্ট হয়ে ওঠে৤ অবশ্য ইংরেজি হরফের ডিজিটাল গঠন অনেক সহজ৤ বাংলায় ডিজিটাল হরফ নেই, মানে ছিল না, এখন তৈরি হয়েছে৤ বর্তমান নিবন্ধ লেখক বাংলা হরফের ডিজিটাল রূপ গঠন করেছে৤ ইংরেজি হরফ এবং সংখ্যার চেয়ে স্বাভাবিকভাবেই যদিও তা কিছুটা জটিলই৤ কারণ, বাংলা সংখ্যা ও হরফের গঠনে ভাঁজ বেশি৤ কিন্তু বাংলা ডিজিটাল হরফ গঠন বেশ সহজে ব্যবহার করা যায়৤ যেমন--



আর বাংলা সংখ্যাগুলি ইংরেজি সংখ্যার মতো অ-সম প্রস্থবিশিষ্ট নয় বলে সংখ্যার সারি দেখতে ইংরেজি সংখ্যার চেয়ে অনেকটা ভালো৤ যেমন--




বাংলা সংখ্যা চার ৪ এবং
ইংরেজি সংখ্যা আট 8,
দেখতে হুবহু একই রকম হলেও এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে৤ বাংলা সংখ্যা চার ৪ হল দক্ষিণাবর্তী, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিক বরাবর এর লেখা এগোয়৤ আর ইংরেজি সংখ্যা 8 বামাবর্তী, অর্থাৎ ঘড়ির কাঁটা যদিকে ঘোরে তার বিপরীত দিকে এর গতি৤ সঙ্গের ছবিটি দেখলে বিষয়টি স্পষ্ট হবে৤


প্রাচীন বয়সী মানুষদের এমনি করে বাংলা ৪ লিখতে দেখেছি৤ পুথির যুগে অবশ্য বাংলা সংখ্যা ৪, বামাবর্তী করে লেখার চলও ছিল৤ এখন বাংলা চার ৪ এবং ইংরেজি eight 8 উভয় সংখ্যাই বামাবর্তী করে লেখা হয়৤ দুই ধরনের সংখ্যা দুরকম করে লেখায় বিভ্রান্তি হবে বলে এমন হয়ে থাকতে পারে৤ তাছাড়া, সংখ্যা বামাবর্তী করে লেখা সহজ এবং সুবিধাজনক৤




তাই ইংরেজি সংখ্যা ৮-এর মতো( eight 8) করে,
বাংলা সংখ্যা ৪(চার) বামাবর্তী করেই লেখা চলুক









৪৪৪৪৪৪৪৪(চার চার চার চার)              888888888( eight eight eight eight )